MENU

Hukakashi




হুকাকাশি

== এই ব্লগে পোস্ট-করা রচনাংশ বা অলংকরণের কপিরাইট আমাদের নয় । ==
মনোরঞ্জন ভট্টাচার্য মহাশয়ের রচনার সঙ্গে সকলের পরিচয় ঘটানোর উদ্দেশ্যে এগুলি প্রদর্শিত হচ্ছে । কোনও ব্যবসায়িক স্বার্থে নয় ।

From the 'Manoranjan Museum' blog.

বিভাস চক্রবর্তী নির্মিত দূরদর্শন ধারাবাহিকে হুকাকাশি-র ভূমিকায় রমাপ্রসাদ বণিক (১৯৯৩) ।
গল্প :তের নং বাড়ীর রহস্য’ ।

১৯২৮ । ছোটদের গোয়েন্দা-কাহিনির আদি যুগ চলছে । প্রচলিত রগরগে রহস্য রোমাঞ্চের রাস্তা এড়িয়ে গেলেন মনোরঞ্জন
কলকাতার ডাফ স্ট্রীট নিবাসী জাপানী হুনুর হুকাকাশি পোয়ারো-পন্থী । মগজের ধূসর কোষ খাটিয়ে কাজ হাসিল করেন ।
অকারণে না ফোলান পেশি, না পোষেন পিস্তল । তবে প্রয়োজনে স্বদেশীয় যুযুৎসু-র যুতসই প্যাঁচেও তিনি প্রতিপক্ষকে ঘায়েল করতে সক্ষম ।
খেলোয়াড়-সাকরেদ রণজিৎ-এর মত আমরাও তাঁর খেল দেখে অবাক মানি ।

হুকাকাশি পর্যায়ের প্রথম রচনা পদ্মরাগ 'রামধনু' পত্রিকায় ধারাবাহিক প্রকাশকালে তাঁর আবির্ভাব তৃতীয় কিস্তিতে (আশ্বিন ১৩৩৫) ।
এই সংখ্যায় হুকাকাশিলেখা হলেও, পরবর্তী কিস্তি এবং অন্যান্য কাহিনিতে সাধারণত হুকা-কাশিবানান ব্যবহৃত হয় ।
বর্তমান ব্লগে প্রথমটিই অনুসৃত হবে ।

এই বিচিত্র চরিত্রের জন্মকথা ও নামকরণের একটি সংক্ষিপ্ত বিবরণ মেলে 'রামধনু'
-র পাতায়, 
ননীগোপাল মজুমদার-এর আমাদের মনোরঞ্জননিবন্ধে ।


স্বল্পায়ু স্রষ্টা খুব বেশি হুকাকাশি লিখে যেতে পারেননি ।
প্রথম প্রকাশ অনুসারে আটটি কাহিনি হল -
'পদ্মরাগ' (উপন্যাস) - 'রামধনু'-তে ধারাবাহিকভাবে প্রকাশিত, শ্রাবণ ১৩৩৫ থেকে মাঘ ১৩৩৬, মোট ১৭ টি কিস্তিতে
'ঘোষ চৌধুরীর ঘড়ি' (উপন্যাস) - 'রামধনু'-তে ধারাবাহিকভাবে প্রকাশিত, আশ্বিন ১৩৩৭ থেকে আশ্বিন ১৩৩৮, মোট ১১ টি কিস্তিতে
'সোনার হরিণ' (উপন্যাস) - 'রামধনু'-তে ধারাবাহিকভাবে প্রকাশিত, মাঘ ১৩৪১ থেকে জ্যৈষ্ঠ ১৩৪৪, মোট ২৬ টি কিস্তিতে
'শান্তি-ধামের অশান্তি' (ছোটগল্প) - 'রামধনু', অগ্রহায়ণ ১৩৪৩, 'সোনার হরিণ'-এর কিস্তি # ২০-র পাশাপাশি
'তের নং বাড়ীর রহস্য' (ছোটগল্প) - 'রামধনু', শ্রাবণ ১৩৪৪
'হীরক-রহস্য' (ছোটগল্প) - 'রামধনু', কার্ত্তিক ১৩৪৪
'চণ্ডেশ্বরপুরের রহস্য' (ছোটগল্প) - 'রামধনু', মাঘ ১৩৪৪
'সংসক্তপুরের রহস্য' (ছোটগল্প) - সুনির্মল বসু সম্পাদিত 'আরতি' বার্ষিকী, ১৯৩৮

'নোঞ্জ মিজি'
-এ প্রদর্শিত হচ্ছে হুকাকাশি-কাহিনির সঙ্গে প্রথম প্রকাশিত যাবতীয় অলংকরণ ।

প্রসঙ্গত, ফণীভূষণ গুপ্ত প্রমুখ শিল্পীদের আঁকা এই সব কাহিনির মূল অলংকরণ থেকে কিন্তু হুকাকাশি
-র কোন 'মার্কামারা' মূর্তি বেরিয়ে আসে না
যেমনটা ঘটেছে পরে ঘনাদা বা ফেলুদা-র ক্ষেত্রে ।

5 comments:

  1. Khub valo lagche....😊 Anek tathyo jante parchi...Thanks

    ReplyDelete
  2. অশেষ ধন্যবাদ রুস্তমদা আমাদের পাশে থাকার জন্য !

    ReplyDelete
  3. Darun!Huka - Kashi er naam sunechilam.Pora hoi ni. Ebar porar chesta korbo ( jodi khuje pai).Amader chotobelakar priyo lekhok Mayukh Chowdhury niye blog baar korle aaro khushi hobo!!

    ReplyDelete
    Replies
    1. অশেষ ধন্যবাদ ।
      হুকাকাশি-র সব কাহিনি এশিয়া প্রকাশিত মনোরঞ্জন ভট্টাচার্য-র 'ছোটদের অমনিবাস' [এশিয়া পাবলিশিং কোম্পানি] গ্রন্থে সংকলিত হয়েছে ।

      Delete
  4. ছোটবেলায় মনোরঞ্জন ভট্টাচার্যের অনেক লেখা পড়েছি।
    রামধনু ছাড়া অন্য শিশু পত্রিকাতেও।
    হুকাকাশি তো অবশ্যই।
    ওনার লেখা ভূতের গল্প ও পড়েছি।
    অপূর্ব সেই সব গল্প।
    আমার সমসাময়িক দের কাছে বললেও অনেকেই মনে করতে পারে না, সেটাই দুঃখ।
    আপনাদের এই প্রচেষ্টার জন্য ধন্যবাদ।

    ReplyDelete