Trivia - Manoranjan & Hemendra


বিবিধ ।। মনোরঞ্জন ও হেমেন্দ্রকুমার

== এই ব্লগে পোস্ট-করা রচনাংশ বা অলংকরণের কপিরাইট আমাদের নয় । ==
মনোরঞ্জন ভট্টাচার্য মহাশয়ের রচনার সঙ্গে সকলের পরিচয় ঘটানোর উদ্দেশ্যে এগুলি প্রদর্শিত হচ্ছে । কোনও ব্যবসায়িক স্বার্থে নয় ।


হেমেন্দ্রকুমার রায়-এর 'ড্রাগনের দুঃস্বপ্ন' সরাসরি গ্রন্থাকারে প্রকাশিত হয় । 

বইখানি তিনি উৎসর্গ করেন অনুজপ্রতিম সাহিত্যিক মনোরঞ্জন ভট্টাচার্য-কে :
 
'দেখা পেয়েছি দুদিন, মনে রাখব চিরদিন'

প্রায় একই সময় (ভাদ্র ১৩৪৬), মনোরঞ্জন-এর মৃত্যুর পর বই হয়ে বেরোয় তাঁর লেখা হুকাকাশি-র শেষ উপন্যাস 'সোনার হরিণ'




From 'Manoranjan Museum' Blog



[এছাড়াও দ্রষ্টব্য 'মঙ্গল-পুরাণ' প্রসঙ্গ ।]

2 comments:

  1. tar lekhay ekhane prokashito hok..

    ReplyDelete
    Replies
    1. 'মনোরঞ্জন মিউজিয়ম'-এ স্বাগত ।
      এই ব্লগে আমরা কিন্তু মনোরঞ্জন বাবুর কোন সম্পূর্ণ রচনা রাখছি না ।
      'রামধনু' প্রভৃতি পত্রিকায় প্রকাশিত লেখার প্রথম প্রকাশিত রূপ ও অলংকরণ প্রদর্শিত করছি মাত্র ।

      Delete