হুকাকাশি-র ছোটগল্প
== এই ব্লগে পোস্ট-করা রচনাংশ বা
অলংকরণের কপিরাইট আমাদের নয় । ==
মনোরঞ্জন ভট্টাচার্য
মহাশয়ের রচনার সঙ্গে সকলের পরিচয় ঘটানোর উদ্দেশ্যে এগুলি প্রদর্শিত হচ্ছে । কোনও
ব্যবসায়িক স্বার্থে নয় ।
হুকাকাশি সিরিজের মাত্র পাঁচখানি
ছোটগল্প লিখেছিলেন অকালপ্রয়াত মনোরঞ্জন ভট্টাচার্য ।
প্রথম প্রকাশের
ক্রমানুসারে -
'শান্তি-ধামের অশান্তি' (ছোটগল্প) - 'রামধনু',
অগ্রহায়ণ ১৩৪৩, 'সোনার হরিণ'-এর কিস্তি # ২০-র পাশাপাশি
'তের নং বাড়ীর রহস্য' (ছোটগল্প) - 'রামধনু',
শ্রাবণ ১৩৪৪
'হীরক-রহস্য' (ছোটগল্প) - 'রামধনু',
কার্ত্তিক ১৩৪৪
'চণ্ডেশ্বরপুরের রহস্য' (ছোটগল্প) - 'রামধনু',
মাঘ ১৩৪৪
'সংসক্তপুরের রহস্য' (ছোটগল্প) - সুনির্মল বসু সম্পাদিত 'আরতি' বার্ষিকী, ১৯৩৮
লেখকের মৃত্যুর পর বেরয় ছোটগল্পের সংকলন 'হুকাকাশির গল্প' (১৩৪৮) ।
'হুকাকাশি-র গল্প' গ্রন্থের বিজ্ঞাপন (১৩৪৮) । |
‘হুকা-কাশির গল্প’ গ্রন্থের বিজ্ঞাপন, ‘রামধনু’, আষাঢ় ১৩৪৯ ।
এটিই কি ছিল বইয়ের
প্রচ্ছদ ? |
হুকাকাশি-র ছোটগল্পগুলির প্রথম প্রকাশিত অলংকরণসমূহ প্রদর্শিত হচ্ছে 'মনোরঞ্জন মিউজিয়ম'-এ ।
বিশেষভাবে উল্লিখিত না হলে এগুলির
শিল্পী ফণীভূষণ গুপ্ত মহাশয় বলে ধরতে হবে ।
হুকাকাশি-র প্রথম ছোটগল্প ।। 'শান্তি-ধামের অশান্তি'
'রামধনু', অগ্রহায়ণ ১৩৪৩ [বর্ষ ৯ সংখ্যা ১১]
হুকাকাশি-র শেষ ধারাবাহিক উপন্যাস তখনও চলছে ।
'শান্তি-ধামের অশান্তি'-র প্রথম পৃষ্ঠা । |
শিল্পী ।। সম্ভবত পূর্ণচন্দ্র চক্রবর্তী |
![]() |
শিল্পী ।। সম্ভবত পূর্ণচন্দ্র চক্রবর্তী |
![]() |
'শান্তি-ধামের অশান্তি'-র শেষ পৃষ্ঠা । নিচে ঐ সংখ্যাতেই প্রকাশিত 'সোনার হরিণ' উপন্যাসের কিস্তি # ২০ । 'রামধনু', অগ্রহায়ণ ১৩৪৩ । |
হুকাকাশি-র দ্বিতীয় ছোটগল্প ।। 'তের নং বাড়ীর রহস্য'
'রামধনু', শ্রাবণ
১৩৪৪ [বর্ষ ১০ সংখ্যা ৭]![]() |
'রামধনু', আষাঢ় ১৩৪৪ সংখ্যায় বিজ্ঞপ্তি । পরের মাসে বেরয় 'তের নং বাড়ীর রহস্য' । |
'তের নং বাড়ীর রহস্য'-র প্রথম পৃষ্ঠা । |
সম্ভবত পাঠকের সুবিধার্থে, 'তের নং বাড়ীর রহস্য' গল্পের কিছু-কিছু শব্দ ছাপা হয় স্থূলাক্ষরে - ১ । |
সম্ভবত পাঠকের সুবিধার্থে, 'তের নং বাড়ীর রহস্য' গল্পের কিছু-কিছু শব্দ ছাপা হয় স্থূলাক্ষরে -২ । |
হুকাকাশি-র তৃতীয় ছোটগল্প ।। 'হীরক-রহস্য'
'রামধনু', কার্ত্তিক
১৩৪৪ [বর্ষ ১০ সংখ্যা ১০]
'হীরক-রহস্য'-র প্রথম পৃষ্ঠা । |
যাঁরা মনোরঞ্জন
ভট্টাচার্য-র 'ছোটদের অমনিবাস' ইত্যাদি
গ্রন্থ থেকে 'হীরক-রহস্য' পড়েছেন,
কারখানার এই আদি প্ল্যানখানি তাঁদের অপরিচিত । শিল্পী ।। ফণীভূষণ গুপ্ত । |
হুকাকাশি-র চতুর্থ ছোটগল্প ।। 'চন্ডেশ্বরপুরের রহস্য'
'রামধনু', মাঘ ১৩৪৪ [বর্ষ ১১ সংখ্যা ১]
গল্পের সঙ্গে কোন অলংকরণ ছিল না ।
'চন্ডেশ্বরপুরের রহস্য'-র প্রথম পৃষ্ঠা । |
হুকাকাশি-র পঞ্চম ছোটগল্প ।। 'সংসক্তপুরের রহস্য'
সুনির্মল বসু সম্পাদিত 'আরতি', ১৯৩৮, প্রকাশক : ইস্টার্ন ল হাউস
১৯৩৮ সালে ইস্টার্ন ল হাউস থেকে সুনির্মল বসু মহাশয়ের
সম্পাদনায় প্রকাশিত হয় 'আরতি'
নামক বার্ষিকী ।
শেষ কাহিনিতে এই প্রথম 'রামধনু'-র বাইরে পা
রাখেন হুকাকাশি । 'সংসক্তপুরের রহস্য'
।
সুনির্মল বসু সম্পাদিত 'আরতি'-র বিজ্ঞাপন । |
শিল্পী ।। অজ্ঞাত । |
শিল্পী ।। অজ্ঞাত । |
শিল্পী ।। অজ্ঞাত । |
শিল্পী ।। অজ্ঞাত । |
Ki kore khuje peyechile jani na, tobe ei Aarati reprint Jodi petam
ReplyDeleteঅর্ণব, একজন সহৃদয় সংগ্রাহক প্রাসঙ্গিক ছবি ইত্যাদি স্ক্যান করে পাঠিয়েছিলেন ।
Deleteআমার নিজেরই ঐ বার্ষিকী হাতে নিয়ে দেখবার সুযোগ হয়নি ।