‘রামধনু’ পত্রিকা
== এই ব্লগে
পোস্ট-করা
রচনাংশ বা অলংকরণের কপিরাইট আমাদের নয় । ==
মনোরঞ্জন ভট্টাচার্য মহাশয়ের রচনার সঙ্গে সকলের
পরিচয় ঘটানোর উদ্দেশ্যে এগুলি প্রদর্শিত হচ্ছে । কোনও ব্যবসায়িক স্বার্থে নয় ।
১৩৩৪ সনের মাঘ মাস ।
প্রকাশিত হল 'রামধনু'-র পয়লা সংখ্যা ।
![]() |
'রামধনু', বর্ষ ১ সংখ্যা ১, মাঘ ১৩৩৪ । |
পত্রিকার প্রথম
সম্পাদক বিশ্বেশ্বর ভট্টাচার্য ।
ইতিহাস-পুরাণ বিষয়ক বহু রচনায় 'রামধনু'-র পৃষ্ঠা সাজিয়েছিলেন তিনি।
পরে তার কিছু-কিছু গ্রন্থবদ্ধও হয়েছিল ।
বিশ্বেশ্বর ভট্টাচার্য (১২৭৬ - ১৩৬৩) । |
![]() |
বিশ্বেশ্বর ভট্টাচার্য-র বইয়ের বিজ্ঞাপন । |
![]() |
'রামধনুর পরিচালকগণ ও কয়েকটি বন্ধু', 'রামধনু', কার্ত্তিক
১৩৩৫ সংখ্যা থেকে । অমূল্য এই চিত্রে উপস্থিত 'রামধনু' পত্রিকার বিভিন্ন সময়ের সম্পাদক বিশ্বেশ্বর, মনোরঞ্জন ও ক্ষিতীন্দ্রনারায়ণ ভট্টাচার্য, কবিশেখর কালিদাস রায় এবং চিত্রশিল্পী ফণীভূষণ গুপ্ত । |
![]() |
'রামধনু' কার্যালয়, 'রামধনু', বৈশাখ ১৩৪৩ সংখ্যা থেকে । |
দিকপাল সব লেখকের রচনায় সেজে উঠত 'রামধনু' পত্রিকার বিভিন্ন সংখ্যা । |
বিশ্বেশ্বর ভট্টাচার্য-র জীবদ্দশাতেই, তৃতীয় বর্ষ থেকে সম্পাদনার দায়িত্ব গ্রহণ করেন পুত্র মনোরঞ্জন ।
![]() |
'রামধনু' পত্রিকার ৩য় বর্ষ , ২য়
সংখ্যা (ফাল্গুন ১৩৩৬) । নব নিযুক্ত সম্পাদক মনোরঞ্জন প্রসঙ্গে তাঁর পিতা, 'রামধনু'-র প্রাক্তন সম্পাদক বিশ্বেশ্বর ভট্টাচার্য মহাশয়ের বিজ্ঞপ্তি । |
![]() |
'রামধনু' পত্রিকার ৩য় বর্ষ , ১ম সংখ্যা (মাঘ ১৩৩৬) । এই সংখ্যা থেকেই মনোরঞ্জন ভট্টাচার্য পত্রিকার সম্পাদক । এতেই প্রকাশিত হয় প্রথম হুকাকাশি-কাহিনি 'পদ্মরাগ' ধারাবাহিকের অন্তিম কিস্তি । |
একটি বাদে হুকাকাশি-র যাবতীয় কাহিনি, 'নূতন পুরাণ' পর্যায়ের
গল্প সহ মনোরঞ্জন ভট্টাচার্য-র অধিকাংশ উল্লেখযোগ্য
রচনাই ছাপা হয় 'রামধনু'-তে ।
শিল্পী ফণীভূষণ গুপ্ত সাধারণত অলংকরণের দায়িত্ব পালন করেন ।
শিল্পী ফণীভূষণ গুপ্ত (১৯০০ - ১৯৫৬) । |
মনোরঞ্জন ভট্টাচার্যের অকাল মৃত্যুর পর 'রামধনু'-র সম্পাদক হন অনুজ ক্ষিতীন্দ্রনারায়ণ । প্রায় চার দশক তিনি আসীন ছিলেন এই পদে ।
মনোরঞ্জন
ভট্টাচার্য-র সম্পাদনায় 'রামধনু'-র শেষ সংখ্যা । এই মাঘ ১৩৪৫-এই তাঁর প্রয়াণ । মূল প্রচ্ছদটি রঙিন ছিল । |
'রামধনু'-র বিভিন্ন সংখ্যার প্রচ্ছদ । তবে এর সবকটি মনোরঞ্জন ভট্টাচার্যের সম্পাদনা কালের পরবর্তী পর্যায়ের । |
![]() | |
|
'মনোরঞ্জন মিউজিয়ম'-এ প্রদর্শিত
হচ্ছে মনোরঞ্জন বাবুর রচনার সঙ্গে ফণীভূষণ গুপ্ত সহ নানা শিল্পীর
প্রথম প্রকাশিত অলংকরণসমূহ ।
'রামধনু' ও
অন্যান্য পত্রিকার পৃষ্ঠা থেকে ।
ভীষণ ভালো কাজ। চলতে থাকুক।
ReplyDeleteআপনার শুভ কামনা পেয়ে ভীষণ উৎসাহিত বোধ করছি ।
Deleteপাশে থাকার জন্য অশেষ ধন্যবাদ ।