Trivia - Manoranjan & Sukumar


বিবিধ ।। মনোরঞ্জন ও সুকুমার

== এই ব্লগে পোস্ট-করা রচনাংশ বা অলংকরণের কপিরাইট আমাদের নয় । ==
মনোরঞ্জন ভট্টাচার্য মহাশয়ের রচনার সঙ্গে সকলের পরিচয় ঘটানোর উদ্দেশ্যে এগুলি প্রদর্শিত হচ্ছে । কোনও ব্যবসায়িক স্বার্থে নয় ।



পিতা প্রতিষ্ঠিত শিশু / কিশোর পত্রিকার সম্পাদক থাকাকালীন উভয়েরই মধ্য ত্রিশে প্রয়াণ ।
গল্প, প্রবন্ধ, কবিতার (স্বনামে বা বেনামে) বিষয় নির্বাচনে মিল ।
মনোরঞ্জন ভট্টাচার্য-র প্রসঙ্গে সুকুমার রায়-কে মনে পড়া অস্বাভাবিক নয় ।
আশ্চর্য ব্যাপার, দুজনেরই মৃত্যুকালে তাঁদের পুত্রসন্তানের বয়স ছিল আড়াই বছরের কাছাকাছি ।
প্রথম জন-এর ক্ষেত্রে অবশ্য যমজ ছেলে ।


From 'Manoranjan Museum' Blog
মনোরঞ্জন ভট্টাচার্য-র যমজ শিশু পুত্র 'স্মৃতির পূজা', 'রামধনু', ফাল্গুন ১৩৪৫ ।


'নোঞ্জ মিজি'-এ প্রদর্শিত হয়েছে মনোরঞ্জন বাবুর আরও কিছু পারিবারিক চিত্র

No comments:

Post a Comment