Pseudonym ?


ছদ্মনামে রচনা

== এই ব্লগে পোস্ট-করা রচনাংশ বা অলংকরণের কপিরাইট আমাদের নয় । ==
মনোরঞ্জন ভট্টাচার্য মহাশয়ের রচনার সঙ্গে সকলের পরিচয় ঘটানোর উদ্দেশ্যে এগুলি প্রদর্শিত হচ্ছে । কোনও ব্যবসায়িক স্বার্থে নয় ।



'
শ্রীমাঠব্য' কে ?

ছদ্মনামে স্বয়ং মনোরঞ্জন ?

সন্দেহের কারণ, মনোরঞ্জন ভট্টাচার্য-'কিশোর গ্রন্থাবলী' [ক্যালকাটা পাবলিশার্স] ও 'ছোটদের অমনিবাস' [এশিয়া পাবলিশিং কোম্পানি] গ্রন্থে স্থান পেয়েছে এমন দুটি পদ্য, 'রামধনু'-র পৃষ্ঠায় যা প্রকাশিত হয় 'শ্রীমাঠব্য'-র নামে ।

উপরন্তু, নিচের এই বিজ্ঞাপনে 'রামধনু'
-র দুই ছদ্মনামী লেখকের পরেই আছে ভ্রাতৃদ্বয় মনোরঞ্জনক্ষিতীন্দ্রনারায়ণ-এর বইয়ের নাম,  
একই বাক্সের মধ্যে :
From 'Manoranjan Museum' Blog

'ভট্টাচার্য গুপ্ত এন্ড কোং লিঃ'-এর বইয়ের বিজ্ঞাপনে একই বাক্সে শ্রীমাঠব্য-শ্রীরসোদরমনোরঞ্জন-ক্ষিতীন্দ্র
'রামধনু', ফাল্গুন ১৩৪৫ ।



তবে কি মাঠব্য = মনোরঞ্জন এবং রসোদর শর্মা = ক্ষিতীন্দ্রনারায়ণ ?

কেউ কি এই সন্দেহের নিরসন ঘটাতে পারবেন ? 

'রামধনু' থেকে শ্রীমাঠব্য- রচনা তালিকা, প্রকাশের ক্রমানুসারে -
'আবোল-তাবোল' [পদ্য] - 'রামধনু', মাঘ ১৩৩৪ [বর্ষ ১, সংখ্যা ১]
'সাবধানী বুড়ো' [পদ্য] - 'রামধনু', ভাদ্র ১৩৩৫
'শনিবার ! শনিবার !!' [পদ্য] - 'রামধনু', কার্ত্তিক ১৩৩৫
'ঢুঢুরিয়া-কাহিনী' [গল্প] - 'রামধনু', চৈত্র ১৩৩৭
'সবই ভুল্' [পদ্য] - 'রামধনু', জ্যৈষ্ঠ ১৩৩৮
'বহবঃ সন্তি শশকাঃ' [গল্প] - 'রামধনু', আষাঢ় ১৩৩৮
'কবিতার অর্থ' [গল্প] - 'রামধনু', ফাল্গুন ১৩৩৮
'চাকর-মুনিব' [গল্প] - 'রামধনু', বৈশাখ ১৩৩৯
'চন্দনগড় বনাম নন্দনগড়' [গল্প] - 'রামধনু', ফাল্গুন ১৩৪০

এর মধ্যে 'সবই ভুল্' আর 'শনিবার
! শনিবার !!' সংকলিত হয়েছিল মনোরঞ্জন ভট্টাচার্য- 'কিশোর গ্রন্থাবলী' 'ছোটদের অমনিবাস' বইতে ।
 
'শ্রীমাধব্য' ছদ্মনামে একজন 'রামধনু'-তে গল্প লিখেছিলেন, মনোরঞ্জন ভট্টাচার্য-র সম্পাদনাকালে, হয়ত তার পরেও ।
তাঁর পরিচয়ও অজানা ।


'শ্রীমাঠব্য'
-কবিতা এবং গল্পগুলির শিরোনাম ও 'রামধনু'-তে প্রকাশিত অলংকরণ (যদি থাকে) প্রদর্শিত হচ্ছে 'নোঞ্জ মিজি'-এ ।


'আবোল-তাবোল' [পদ্য] 
'রামধনু', মাঘ ১৩৩৪ [বর্ষ ১, সংখ্যা ১] 

এই কবিতায় সুকুমার রায়
-এর প্রভাব স্পষ্ট, সম্ভবত ইচ্ছাকৃত । 
যদি 'শ্রীমাঠব্য' প্রকৃতই মনোরঞ্জন ভট্টাচার্য হয়ে থাকেন, তবে 'বাঙ্গালী পালোয়ান' প্রবন্ধের পাশাপাশি এটিও 'রামধনু'-প্রথম সংখ্যায় তাঁর প্রথম রচনা


From 'Manoranjan Museum' Blog


From 'Manoranjan Museum' Blog
শিল্পী ।। বঙ্কিম [?]



'সাবধানী বুড়ো' [পদ্য]
'রামধনু', ভাদ্র ১৩৩৫

এই পদ্যেও সুকুমার রায়
-এর ছাপ স্পষ্ট ।



From 'Manoranjan Museum' Blog


From 'Manoranjan Museum' Blog
শিল্পী ।। ফণীভূষণ গুপ্ত



'শনিবার ! শনিবার !!' [পদ্য] 
'রামধনু', কার্ত্তিক ১৩৩৫

'শনিবার ! শনিবার !!' সংকলিত হয়েছিল মনোরঞ্জন ভট্টাচার্য
- 'কিশোর গ্রন্থাবলী' 'ছোটদের অমনিবাস' বইতে ।

এই পদ্যের শেষে আছে পাদটীকা : "আশ্বিন মাসের 'রামধনু'তে শ্রীযুক্ত কুমুদরঞ্জন মল্লিকের 'পেটুকের ভূগোল' দ্রষ্টব্য" ।
'পেটুকের ভূগোল' কবিতায় ছিল বিভিন্ন স্থানের উৎকৃষ্ট খাদ্যের উল্লেখ । সুকুমার রায়-এর 'খাই খাই' মনে পড়তেই পারে ।

From 'Manoranjan Museum' Blog

'শনিবার ! শনিবার !!'-এ উল্লিখিত কুমুদরঞ্জন মল্লিক-এর 'পেটুকের ভূগোল'
'রামধনু', আশ্বিন ১৩৩৫ ।


 From 'Manoranjan Museum' Blog


From 'Manoranjan Museum' Blog

'শনিবার ! শনিবার !!'-এর শেষে পাদটীকা ।



'ঢুঢুরিয়া-কাহিনী' [গল্প] 
'রামধনু', চৈত্র ১৩৩৭
  
তিনটি মজাদার পদ্যের পর শ্রীমাঠব্য লেখেন 'ঢুঢুরিয়া-কাহিনী' নামক সরস গল্প ।

From 'Manoranjan Museum' Blog

 

'সবই ভুল্' [পদ্য]
'রামধনু', জ্যৈষ্ঠ ১৩৩৮

'সবই ভুল্' সংকলিত হয় মনোরঞ্জন ভট্টাচার্য
- 'কিশোর গ্রন্থাবলী' 'ছোটদের অমনিবাস' বইতে ।

পাদটীকায় ছিল : 'প্রসিদ্ধ গায়ক শ্রীযুক্ত নলিনীরঞ্জন সরকারের "কলিকাতা ভুলে ভরা" গান দ্রষ্টব্য'
 
প্রকৃতপক্ষে, শরৎচন্দ্র পণ্ডিত (দাদাঠাকুর) রচিত 'কলকাতার ভুল' গানটির গায়ক নলিনীকান্ত সরকার



From 'Manoranjan Museum' Blog


From 'Manoranjan Museum' Blog

'সবই ভুল্'-এর পাদটীকা ।


From 'Manoranjan Museum' Blog
শিল্পী ।। অজ্ঞাত

 


'বহবঃ সন্তি শশকাঃ' [গল্প] 
'রামধনু', আষাঢ় ১৩৩৮

From 'Manoranjan Museum' Blog


From 'Manoranjan Museum' Blog
শিল্পী ।। এম সেনগুপ্ত



'কবিতার অর্থ' [গল্প] 
'রামধনু', ফাল্গুন ১৩৩৮

'কবিতার অর্থ'
-র শেষে পাদটীকা : 'একটি সেকেলে গল্প অবলম্বনে'  
From 'Manoranjan Museum' Blog


From 'Manoranjan Museum' Blog

'কবিতার অর্থ'-র শেষে পাদটীকা ।



'চাকর-মুনিব' [গল্প] 
'রামধনু', বৈশাখ ১৩৩৯

From 'Manoranjan Museum' Blog

এক পৃষ্ঠার ছোট্ট গল্প 'চাকর-মুনিব'




'চন্দনগড় বনাম নন্দনগড়' [গল্প] 
'রামধনু', ফাল্গুন ১৩৪০ 

পাদটীকা : 'বিদেশী গল্প হইতে রূপান্তরিত'


From 'Manoranjan Museum' Blog


From 'Manoranjan Museum' Blog

'চন্দনগড় বনাম নন্দনগড়'-এর পাদটীকা ।


'চন্দনগড় বনাম নন্দনগড়'-এর পাদটীকা সম্পর্কে এক পাঠক প্রায় চ্যালেঞ্জের ভঙ্গিতে লেখককে প্রশ্ন করেন ।

শ্রীমাঠব্য
-র উত্তর সহ তা প্রকাশিত হয় 'রামধনু', আশ্বিন ১৩৪১ সংখ্যায় :
From 'Manoranjan Museum' Blog
'চিঠি-পত্র' বিভাগ থেকে, রামধনু', আশ্বিন ১৩৪১

ইতিপূর্বে এই অধীররঞ্জন দে-ই সম্ভবত জানতে চান, তাঁদের সম্পাদক মহাশয় ও অভিনেতা মনোরঞ্জন অভিন্ন কিনা ।


মূল প্রশ্নটি কিন্তু অমীমাংসিত ।
 
'শ্রীমাঠব্য' কি আদৌ মনোরঞ্জন ভট্টাচার্য-র ছদ্মনাম ?
নাকি শ্রীমাঠব্য-র পদ্যের মত 'সবই ভুল' ?

No comments:

Post a Comment