বিবিধ ।। মনোরঞ্জন ও ভূতের গল্প
== এই ব্লগে
পোস্ট-করা
রচনাংশ বা অলংকরণের কপিরাইট আমাদের নয় । ==
মনোরঞ্জন ভট্টাচার্য মহাশয়ের
রচনার সঙ্গে সকলের পরিচয় ঘটানোর উদ্দেশ্যে এগুলি প্রদর্শিত হচ্ছে । কোনও ব্যবসায়িক
স্বার্থে নয় ।![]() |
রবীন্দ্রলাল রায় । |
রবীন্দ্রলাল রায় মহাশয় সেকালের নামকরা সাহিত্যিক ।
তাঁর 'খোলা চিঠি' প্রবন্ধ (রামধনু', চৈত্র ১৩৪৫) থেকে জানা যাচ্ছে,
মনোরঞ্জন ভট্টাচার্য
মনে করতেন ভূতের গল্প ছোটদের মনে ভয়ের বীজাণু ঢুকিয়ে দেয় ।
তাই এই শ্রেণীর
কাহিনি তিনি লেখেননি ।
এমনকি হুকাকাশি সিরিজের 'পদ্মরাগ', 'শান্তি-ধামের অশান্তি'
বা 'সোনার হরিণ'-এ
তিনি ভূত-মুখোসের পিছনে ছদ্মবেশী মানুষের মুখটি ফাঁস
করে দিয়েছেন ।
No comments:
Post a Comment