Trivia - Science Fiction


বিবিধ ।। কল্পবিজ্ঞান ও 'শয়তানের এরোপ্লেন'

== এই ব্লগে পোস্ট-করা রচনাংশ বা অলংকরণের কপিরাইট আমাদের নয় । ==
মনোরঞ্জন ভট্টাচার্য মহাশয়ের রচনার সঙ্গে সকলের পরিচয় ঘটানোর উদ্দেশ্যে এগুলি প্রদর্শিত হচ্ছে । কোনও ব্যবসায়িক স্বার্থে নয় ।


অবলা জীব বলিয়ান কিংবা বুলি-য়ান হইলে আর তাহাকে bully করা কঠিন ।
আর বৈজ্ঞানিকের খামখেয়ালে তাহার আয়তন যদি বর্ধিত হয় বহুগুণ ? ভুবনময় ভীতির সঞ্চার !

বঙ্গসাহিত্যে এ-হেন আখ্যানের আবির্ভাব প্রেমেন্দ্র- লেখনিতে ।
কাহিনির নাম 'ভয়ঙ্কর' (১৯২৯) । পরে 'অবিশ্বাস্য'
 
বিজ্ঞানের tyranny-তে tyrannosaur-আকার ধারন করে গৃহপালিত টিকটিকি ।

ত্রি-দশক পারে চী-চিং মন্ত্রে পুনরায় চিচিং ফাঁক । শঙ্কিত শঙ্কু-র সম্মুখে পূর্বোক্ত প্রাণী পরিণত ড্রাগনে !

দৃষ্টান্ত বাড়াইয়া drag on করিব না ।
তবু স্মরণ করাই, এই ক্লাসিকদ্বয়ের মাঝে 'রামধনু' গগনে উড়িয়াছিল অনুরূপ 'শয়তানের এরোপ্লেন' (১৯৩৪) ।
 
উক্ত কল্পবিজ্ঞান কাহিনিতে মনোরঞ্জন ভট্টাচার্য পরিহার করিয়াছিলেন আপন স্বভাবসিদ্ধ লঘু ভঙ্গি ।
 
শহরময় শিহরন ! 
শূন্যের ঐ সর্বনাশা শয়তান-শকট ... নবনির্মিত নভ-যন্ত্র ? 
নাকি বৃহদায়তন কোন জীব ?
 
প্রকৃত সায়েন্স ফিকশন ? অথবা নিছক বিজ্ঞান-সুবাসিত বৃত্তান্ত ? ...

কল্পবিজ্ঞান সংকলনে / তৎসংক্রান্ত আলোচনায় 'শয়তানের এরোপ্লেন' কি চিরকাল ব্রাত্যই থাকিবে ?


From 'Manoranjan Museum' Blog



প্রসঙ্গত,  'শয়তানের এরোপ্লেন'-এর পাদটীকায় মনোরঞ্জন সুনিপুণভাবে সায়েন্স ফিকশন-এর সার কথাটুকু তুলে ধরেন :

From 'Manoranjan Museum' Blog
মনোরঞ্জন ভট্টাচার্য রচিত 'শয়তানের এরোপ্লেন'-এর পাদটীকা ।



[পাশাপাশি দ্রষ্টব্য : 'মঙ্গল-পুরাণ']

No comments:

Post a Comment