Trivia - Martians !


বিবিধ ।। মঙ্গল-ভবনে অমঙ্গলকারী !

== এই ব্লগে পোস্ট-করা রচনাংশ বা অলংকরণের কপিরাইট আমাদের নয় । ==
মনোরঞ্জন ভট্টাচার্য মহাশয়ের রচনার সঙ্গে সকলের পরিচয় ঘটানোর উদ্দেশ্যে এগুলি প্রদর্শিত হচ্ছে । কোনও ব্যবসায়িক স্বার্থে নয় ।


মনোরঞ্জন ভট্টাচার্য মহাশয়ের 'নূতন পুরাণ' পর্যায়ের গল্পে মহাকাব্যের মহারথীগণ অভিনব ঢঙে হাজির । 
তার মধ্যে আবার 'মঙ্গল-পুরাণ' অভিনবতর ।

হেমেন্দ্রকুমার রায় মহাশয়ের 'মেঘদূতের মর্ত্যে আগমন' (১৩৩৩)-এর পর বাংলা সাহিত্য আবার মঙ্গলগ্রহে ।

Martian কারাগারে বন্দি সেই গ্রহে পয়লা পদার্পণকারী - খোদ দুঃশাসন
পুরাণ আর কল্পবিজ্ঞান-এর অকল্পনীয় ককটেল 'মঙ্গল-পুরাণ' (১৩৩৯) ।

হেমেন্দ্রকুমার
 মনোরঞ্জন, উভয়ের কল্পনাতেই অতি-ব্যবহারের ফলে মঙ্গলবাসিদের মস্তক বেঢপ রকমের স্ফীত :

 From 'Manoranjan Museum' Blog


[পাশাপাশি দ্রষ্টব্য : 'শয়তানের এরোপ্লেন', 'মনোরঞ্জন ও হেমেন্দ্রকুমার']

No comments:

Post a Comment