Trivia - Becket


বিবিধ ।। বেকেট ও মনোরঞ্জন

== এই ব্লগে পোস্ট-করা রচনাংশ বা অলংকরণের কপিরাইট আমাদের নয় । ==
মনোরঞ্জন ভট্টাচার্য মহাশয়ের রচনার সঙ্গে সকলের পরিচয় ঘটানোর উদ্দেশ্যে এগুলি প্রদর্শিত হচ্ছে । কোনও ব্যবসায়িক স্বার্থে নয় ।



বেঁকে বসেন বেকেট ।
বন্ধুত্বের বদলে বুঝি বেইমানির ভেট ?!

খোলে সৃষ্টির গেট ।
নাটক রচেন টেনিসন, আর আনুঈ, এলিয়ট ।

অতুল ও'টুল-বার্টন
বা খান্না বনাম বচ্চন
দোস্তির দ্বৈরথে ভর্তি প্রযোজক-পকেট ।

বাঁকেন কেন বেকেট ?
এই প্রবন্ধে পূর্ণ হবে প্রশ্নকারীর পেট ।


টমাস বেকেট (১১১৮ - ১১৭০)-এর সঙ্গে রাজা দ্বিতীয় হেনরি-র বন্ধুত্ব ও দুশমনির কিসসা অনুপ্রাণিত করেছে একাধিক সৃষ্টিশীল মানুষকে ।
মঞ্চে, পর্দায় কতবার প্রতিফলিত হয়েছে এই সম্পর্কের ওঠানামা ।
কখনও কাহিনি-নির্যাস ছেঁকে নিয়ে 'নমক হারাম' কখনও আনুঈ-এর নাটক অবলম্বনে 'বেকেট'

বাংলায় সেই টমাস বেকেট সম্পর্কে মনোরঞ্জন ভট্টাচার্য-প্রবন্ধ : 'ইংল্যান্ডের ইতিহাসের একটি স্মরণীয় ঘটনা'
প্রকাশিত হয় 'রামধনু' পত্রিকার অগ্রহায়ণ ১৩৪৫ সংখ্যায় ।

From 'Manoranjan Museum' Blog

No comments:

Post a Comment