Essays


প্রবন্ধ

== এই ব্লগে পোস্ট-করা রচনাংশ বা অলংকরণের কপিরাইট আমাদের নয় । ==
মনোরঞ্জন ভট্টাচার্য মহাশয়ের রচনার সঙ্গে সকলের পরিচয় ঘটানোর উদ্দেশ্যে এগুলি প্রদর্শিত হচ্ছে । কোনও ব্যবসায়িক স্বার্থে নয় ।

'রামধনু'-র পয়লা সংখ্যায় (মাঘ ১৩৩৪) প্রবন্ধ দিয়েই সম্ভবত মনোরঞ্জন ভট্টাচার্য ছোটদের জন্য লেখা শুরু করেন ।
ইতিহাস, ভূগোল, জীবনী, বিজ্ঞান, সাহিত্য ... কত না বিষয়ের বৈচিত্র্য !
প্রবন্ধসমূহ বোধহয় অদ্যাবধি অগ্রন্থিত

প্রথম প্রকাশের ক্রমানুসারে এগুলি হল -
'বাঙ্গালী পালোয়ান' - 'রামধনু',মাঘ ১৩৩৪
'পার্লামেন্টের কথা' - 'রামধনু',চৈত্র ১৩৩৪
'লর্ড সিংহ' - 'রামধনু',বৈশাখ ১৩৩৫
'ক্রিকেট-খেলোয়াড়' - 'রামধনু',আষাঢ় ১৩৩৫
'বাঙ্গালী পালোয়ান ভূপেশচন্দ্র' - 'রামধনু', শ্রাবণ ১৩৩৫
'পালোয়ানের মত পালোয়ান' - 'রামধনু',আশ্বিন ১৩৩৫
"শিয়রে জাগে কার আঁখি রে !" - 'রামধনু', পৌষ ১৩৩৫
'পৃথিবীর কয়েকটি প্রসিদ্ধ পোল' - 'রামধনু',চৈত্র ১৩৩৬
'আগুন ! আগুন !!' - 'রামধনু',বৈশাখ ১৩৩৭
'স্বর্গীয় প্রভাতকুমার মুখোপাধ্যায়' - 'রামধনু',জ্যৈষ্ঠ ১৩৩৯
'নেপোলিয়নের আল্পস-বিজয়' - 'রামধনু',ভাদ্র ১৩৩৯
'তিব্বত' - 'রামধনু',অগ্রহায়ণ ১৩৩৯
'শ্যাম-দেশ' - 'রামধনু',মাঘ ১৩৩৯
'জাভা বা যবদ্বীপ' - 'রামধনু',ফাল্গুন ১৩৩৯
'বাঘ-শিকারের গল্প' - 'রামধনু',মাঘ ১৩৪০
'হাঙ্গর' - 'রামধনু',ভাদ্র ১৩৪১
'সাগর-প্রসঙ্গ' - 'রামধনু',পৌষ ১৩৪১
'নানা কথা' - 'রামধনু',আশ্বিন ১৩৪২ 
'যশ সিংহ' - 'বার্ষিক শিশুসাথী', ১৩৪২ 
'অষ্ট্রেলিয়া' - 'রামধনু',ভাদ্র ১৩৪৪
'শরৎচন্দ্র' - 'রামধনু',ফাল্গুন ১৩৪৪
'বঙ্কিমচন্দ্র' - 'রামধনু',শ্রাবণ ১৩৪৫ 
'বড়দের গল্প' - 'বার্ষিক শিশুসাথী', ১৩৪ 
'ইংল্যান্ডের ইতিহাসের একটি স্মরণীয় ঘটনা' - 'রামধনু',অগ্রহায়ণ ১৩৪৫
'এব্রাহাম লিঙ্কন' - 'রামধনু', মাঘ ১৩৪৫

এই তালিকা সম্পূর্ণ না-ও হতে পারে ।
'রামধনু'-তে লেখকের নামহীন বহু নিবন্ধই সম্পাদক মনোরঞ্জন ভট্টাচার্য-র হওয়া সম্ভব ।
উপরন্তু অন্যান্য পত্রিকাতেও তাঁর এই জাতীয় রচনা থেকে থাকতে পারে ।

'রামধনু' থেকে মনোরঞ্জন ভট্টাচার্য-র নিবন্ধসমূহের শিরোনাম প্রদর্শিত হচ্ছে 'নোঞ্জ মিজি'-এ ।
এগুলির সঙ্গে সাধারণত হাতে-আঁকা অলংকরণ নয়, ফোটোগ্রাফ থাকত ।'বাঙ্গালী পালোয়ান'
'রামধনু', মাঘ ১৩৩৪ [বর্ষ ১ সংখ্যা ১]

'রামধনু'-র সর্বপ্রথম সংখ্যায় মনোরঞ্জন ভট্টাচার্য-র স্বনামে প্রকাশিত প্রথম রচনা ।
এছাড়া ছিল 'শ্রীমাঠব্য' ছদ্মনামে তাঁর একটি কবিতা । 
এই সময় পত্রিকা-সম্পাদক ছিলেন বিশ্বেশ্বর ভট্টাচার্য

From 'Manoranjan Museum' Blog


From 'Manoranjan Museum' Blog
'বাঙ্গালী পালোয়ান'-এর পাদটীকা ।'পার্লামেন্টের কথা'
'রামধনু',চৈত্র ১৩৩৪
From 'Manoranjan Museum' Blog'লর্ড সিংহ' 
'রামধনু',বৈশাখ ১৩৩৫
From 'Manoranjan Museum' Blog

 


'ক্রিকেট-খেলোয়াড়' 
'রামধনু',আষাঢ় ১৩৩৫
From 'Manoranjan Museum' Blog'বাঙ্গালী পালোয়ান ভূপেশচন্দ্র' 
'রামধনু', শ্রাবণ ১৩৩৫

লেখকের নামহীন হলেও 'বাঙ্গালী পালোয়ান ভূপেশচন্দ্র' সম্ভবত মনোরঞ্জন-রচিত ।
 
কারণ এতে উল্লিখিত 'বাঙ্গালী পালোয়ান' নিবন্ধটি ছিল তাঁরই ।
ভূপেশচন্দ্র ছিলেন রিপন কলেজ-এর ছাত্র, যেখানে অধ্যাপনা করতেন খোদ মনোরঞ্জন
এর নিচেই শুরু হয় প্রথম হুকাকাশি-কাহিনি 'পদ্মরাগ'-এর পয়লা কিস্তি ।
From 'Manoranjan Museum' Blog

 


'পালোয়ানের মত পালোয়ান' 
'রামধনু',আশ্বিন ১৩৩৫

From 'Manoranjan Museum' Blog"শিয়রে জাগে কার আঁখি রে !" 
'রামধনু', পৌষ ১৩৩৫

'সন্দেশ' পত্রিকার ভাদ্র ১৩২৩ সংখ্যায় ফ্লোরেন্স নাইটিঙ্গেল সম্পর্কে প্রবন্ধ লিখেছিলেন সুকুমার রায়
তাঁকে নিয়েই মনোরঞ্জন ভট্টাচার্য-"শিয়রে জাগে কার আঁখি রে !"
From 'Manoranjan Museum' Blog'পৃথিবীর কয়েকটি প্রসিদ্ধ পোল'
'রামধনু',চৈত্র ১৩৩৬

From 'Manoranjan Museum' Blog'আগুন ! আগুন !!'
'রামধনু',বৈশাখ ১৩৩৭

অগ্নিনির্বাপণ সম্পর্কে নিবন্ধ 'আগুন ! আগুন !!'

From 'Manoranjan Museum' Blog'স্বর্গীয় প্রভাতকুমার মুখোপাধ্যায়'
'রামধনু',জ্যৈষ্ঠ ১৩৩৯

বৈশাখ ১৩৩৯ সংখ্যায় 'রামধনু'-তে প্রকাশিত হয় এই বিজ্ঞপ্তি :

From 'Manoranjan Museum' Blog
'রামধনু', বৈশাখ ১৩৩৯ ।

এই বিজ্ঞপ্তি এবং পরের মাসে 'স্বর্গীয় প্রভাতকুমার মুখোপাধ্যায়' নিবন্ধ, কোনটিতেই লেখকের নাম ছিল না । 
তবু পড়ে মনে হয়, 'রামধনু'-সম্পাদক মনোরঞ্জন ভট্টাচার্য-র কলম থেকেই এ দুটির জন্ম ।
From 'Manoranjan Museum' Blog
'রামধনু', জ্যৈষ্ঠ ১৩৩৯ ।'নেপোলিয়নের আল্পস-বিজয়' 
'রামধনু',ভাদ্র ১৩৩৯

From 'Manoranjan Museum' Blog

'তিব্বত' 
'রামধনু',অগ্রহায়ণ ১৩৩৯

From 'Manoranjan Museum' Blog

 


'শ্যাম-দেশ' 
'রামধনু',মাঘ ১৩৩৯


From 'Manoranjan Museum' Blog'জাভা বা যবদ্বীপ' 
'রামধনু',ফাল্গুন ১৩৩৯

From 'Manoranjan Museum' Blog


'বাঘ-শিকারের গল্প'
'রামধনু',মাঘ ১৩৪০

From 'Manoranjan Museum' Blog


'হাঙ্গর' 
'রামধনু',ভাদ্র ১৩৪১


From 'Manoranjan Museum' Blog'সাগর-প্রসঙ্গ'
'রামধনু',পৌষ ১৩৪১

বিদ্যাসাগর মহাশয় সম্পর্কে এই নিবন্ধের সঙ্গে ছাপা হয় ফণীভূষণ গুপ্ত-র অলংকরণ ।
 
এটি, ইতিপূর্বে 'রামধনু'-তে প্রকাশিত শিল্পী-কৃত 'চিত্রে বিদ্যাসাগর জীবনী' সিরিজের একটি ছবির অংশ
From 'Manoranjan Museum' Blog


From 'Manoranjan Museum' Blog
শিল্পী ।। ফণীভূষণ গুপ্ত'নানা কথা'
'রামধনু',আশ্বিন ১৩৪২

'নানা কথা' চারটি অংশে বিভক্ত :
'বুদ্ধদেবের জন্মস্থান',
'অজন্তাগুহার সন্ধান',
'হাতীর স্মৃতিচিহ্ন',
'আমাদের ভ্রান্ত ধারনা'

From 'Manoranjan Museum' Blog


From 'Manoranjan Museum' Blog


From 'Manoranjan Museum' Blog


From 'Manoranjan Museum' Blog


From 'Manoranjan Museum' Blog'যশ সিংহ' 
'বার্ষিক শিশুসাথী', ১৩৪২

From 'Manoranjan Museum' Blog'অষ্ট্রেলিয়া'
'রামধনু',ভাদ্র ১৩৪৪
From 'Manoranjan Museum' Blog


'শরৎচন্দ্র'
'রামধনু',ফাল্গুন ১৩৪৪
From 'Manoranjan Museum' Blog'বঙ্কিমচন্দ্র' 
'রামধনু',শ্রাবণ ১৩৪৫

From 'Manoranjan Museum' Blog'বড়দের গল্প'
'
বার্ষিক শিশুসাথী', ১৩৪৫

From 'Manoranjan Museum' Blog

From 'Manoranjan Museum' Blog
শিল্পী ।। ফণীভূষণ গুপ্ত

From 'Manoranjan Museum' Blog
শিল্পী ।। ফণীভূষণ গুপ্ত

From 'Manoranjan Museum' Blog
শিল্পী ।। ফণীভূষণ গুপ্ত

'ইংল্যান্ডের ইতিহাসের একটি স্মরণীয় ঘটনা' 
'রামধনু',অগ্রহায়ণ ১৩৪৫

টমাস বেকেট (১১১৮ - ১১৭০) সম্পর্কে মনোরঞ্জন ভট্টাচার্য-র প্রবন্ধ : 'ইংল্যান্ডের ইতিহাসের একটি স্মরণীয় ঘটনা'

From 'Manoranjan Museum' Blog'এব্রাহাম লিঙ্কন' 
'রামধনু', মাঘ ১৩৪৫

'রামধনু'-তে প্রকাশিত মনোরঞ্জন ভট্টাচার্য মহাশয়ের শেষ প্রবন্ধ তথা অন্তিম রচনা
 
এই মাসেই তাঁর মৃত্যু ।
পরে অবশ্য 'রামধনু'-র বিভিন্ন সংখ্যায় অপ্রকাশিত কিছু কবিতা ছাপানো হয় ।

From 'Manoranjan Museum' Blog
'রামধনু'-তে প্রকাশিত মনোরঞ্জন ভট্টাচার্য-শেষ প্রবন্ধ তথা অন্তিম রচনা, মাঘ ১৩৪৫


'এব্রাহাম লিঙ্কন' প্রবন্ধে প্রতিশ্রুতি দিয়েছিলেন লেখক : "ওয়াশিংটনের জীবনী বারান্তরে শোনান যাবে" ।
অকালমৃত্যু তাঁকে সে সুযোগ দেয়নি ।
পরের মাসেই কিন্তু 'রামধনু'-তে ছাপা হল 'জর্জ ওয়াশিংটন'
সদ্য প্রয়াত মনোরঞ্জন-এর পিতা বিশ্বেশ্বর ভট্টাচার্য মহাশয়ের কলমে ।

No comments:

Post a Comment