Play


নাটিকা ('দমাদম দামোদর')

== এই ব্লগে পোস্ট-করা রচনাংশ বা অলংকরণের কপিরাইট আমাদের নয় । ==
মনোরঞ্জন ভট্টাচার্য মহাশয়ের রচনার সঙ্গে সকলের পরিচয় ঘটানোর উদ্দেশ্যে এগুলি প্রদর্শিত হচ্ছে । কোনও ব্যবসায়িক স্বার্থে নয় ।

 
মনোরঞ্জন ভট্টাচার্য-র একটিমাত্র নাটকের কথা জানা যায় ।
সম্পূর্ণ মৌলিক নয় ।
ফরাসি নাটককার মলিয়ের প্রণীত 'Le Médecin malgré lui' (১৬৬৬) নাটকের কিশোর-উপযোগী রূপান্তর 'দমাদম দামোদর'

From 'Manoranjan Museum' Blog
ফরাসি নাটকের চিত্র (১৭১৯ সংস্করণ) ইন্টারনেট থেকে প্রাপ্ত ।'দমাদম দামোদর' প্রথম প্রকাশিত হয় 'রামধনু' পত্রিকায়, চৈত্র ১৩৪৪ সংখ্যায় ।
তার আগের মাসে বেরোয় এক বিজ্ঞপ্তি :
From 'Manoranjan Museum' Blog
'রামধনু', ফাল্গুন ১৩৪৪ সংখ্যায় প্রকাশিত বিজ্ঞপ্তি ।
রামধনু’ (বৈশাখ, ১৩৫৪)-তে প্রকাশিত বিজ্ঞাপন থেকে দেখা যাচ্ছে স্বতন্ত্র গ্রন্থ রূপেও প্রকাশিত হয়েছিল ‘দমাদম দামোদর’ ।
From 'Manoranjan Museum' blog.

রামধনু’, বৈশাখ, ১৩৫৪ সংখ্যায় বইয়ের বিজ্ঞাপন ।
 


পরে এই নাটিকা মনোরঞ্জন ভট্টাচার্য-'ছোটদের অমনিবাস' গ্রন্থে সংকলিত হয় ।

'রামধনু' থেকে 'দমাদম দামোদর'
-এর প্রথম ও শেষ পৃষ্ঠা প্রদর্শিত হচ্ছে 'নোঞ্জ মিজি'-এ ।
এর সঙ্গে কোন অলংকরণ ছিল না ।


From 'Manoranjan Museum' Blog
'দমাদম দামোদর'-এর প্রথম পৃষ্ঠা ।


From 'Manoranjan Museum' Blog

'দমাদম দামোদর'-এর শেষ পৃষ্ঠা ।
পাদটীকায় "মোলিয়ারের ছায়া অবলম্বনে"
মূল নাটকের নাম অনুল্লিখিত ।

 
পরের বছর বেতারে 'দমাদম দামোদর' অভিনীত হওয়ার খবর প্রকাশিত হয়েছিল 'রামধনু'-তে ।
From 'Manoranjan Museum' Blog

'দমাদম দামোদর' বেতারে অভিনীত হওয়ার খবর ।
'রামধনু', অগ্রহায়ণ ১৩৪৫, 'চিঠিপত্র' বিভাগ থেকে অংশবিশেষ ।


No comments:

Post a Comment