Trivia - Swan Song


বিবিধ ।। শেষ রচনা ও একটি প্রতিশ্রুতি

== এই ব্লগে পোস্ট-করা রচনাংশ বা অলংকরণের কপিরাইট আমাদের নয় । ==
মনোরঞ্জন ভট্টাচার্য মহাশয়ের রচনার সঙ্গে সকলের পরিচয় ঘটানোর উদ্দেশ্যে এগুলি প্রদর্শিত হচ্ছে । কোনও ব্যবসায়িক স্বার্থে নয় ।

'রামধনু'-তে প্রকাশিত মনোরঞ্জন ভট্টাচার্য মহাশয়ের শেষ নিবন্ধ তথা অন্তিম রচনা 'এব্রাহাম লিঙ্কন' (মাঘ, ১৩৪৫) । 
কথা দিয়েছিলেন লেখক : "ওয়াশিংটনের জীবনী বারান্তরে শোনান যাবে" ।
অকালমৃত্যু তাঁকে সে সুযোগ দেয়নি ।

পুত্রশোক তখনও টাটকা ।
তবু ঐ প্রতিশ্রুতি, আর 'রামধনু'-র পাঠকদের প্রতি কর্তব্য বিস্মৃত হননি বিশ্বেশ্বর ভট্টাচার্য

পরের মাসেই পত্রিকায় ছাপা হল 'জর্জ ওয়াশিংটন'

সদ্য সন্তানহারা পিতার কলমে ।

এমন নজির খুব বেশি আছে কি ?


From the 'Manoranjan Museum' Blog

No comments:

Post a Comment