Family Album


পারিবারিক চিত্র

== এই ব্লগে পোস্ট-করা রচনাংশ বা অলংকরণের কপিরাইট আমাদের নয় । ==
মনোরঞ্জন ভট্টাচার্য মহাশয়ের রচনার সঙ্গে সকলের পরিচয় ঘটানোর উদ্দেশ্যে এগুলি প্রদর্শিত হচ্ছে । কোনও ব্যবসায়িক স্বার্থে নয় ।


২১ শে মাঘ ১৩৪৫ অকালপ্রয়াত হলেন মনোরঞ্জন ভট্টাচার্য
 
ফাল্গুন ১৩৪৫ দ্বাদশ বর্ষের দ্বিতীয় সংখ্যায় প্রাক্তন সম্পাদকের উদ্দেশে 'রামধনু' পত্রিকা নিবেদন করল 'স্মৃতির পূজা'
সেই আলেখ্য-র অন্তর্গত কিছু দুষ্প্রাপ্য পারিবারিক প্রতিকৃতি দিয়ে সজ্জিত করছি 'নোঞ্জ মিজি'
 

কিন্তু সর্বাগ্রে শিশু মনোরঞ্জন-এর একটি দুষ্প্রাপ্য চিত্র ।
এটি সংগৃহীত হয়েছে শ্রীকৌটিল্য প্রণীত ‘শিশুরঞ্জন মনোরঞ্জন’ থেকে ।
রামধনু’-র অগ্রহায়ণ ১৩৮০ সংখ্যায় এই ধারাবাহিক স্মৃতিচারণের সূচনা । ১৩৮৪ সনে শেষ হয় ।
শ্রীকৌটিল্য সম্ভবত মনোরঞ্জন-ভ্রাতা ক্ষিতীন্দ্রনারায়ণ ভট্টাচার্য-র ছদ্মনাম ।

From 'Manoranjan Museum' Blog
শিশু মনোরঞ্জন ভট্টাচার্য ।
 
এবারে পূর্বোল্লিখিত ‘স্মৃতির পূজা’ থেকে বিবিধ প্রতিকৃতি ।
ছবির মানের জন্য আমরা ক্ষমাপ্রার্থী ।


From 'Manoranjan Museum' Blog
মনোরঞ্জন ভট্টাচার্য (১৯০৩ - ১৯৩৯)



From 'Manoranjan Museum' Blog
সস্ত্রীক মনোরঞ্জন ভট্টাচার্য ।



From 'Manoranjan Museum' Blog
মনোরঞ্জন ভট্টাচার্য মহাশয়ের যমজ শিশু পুত্র
পিতার মৃত্যুকালে উভয়ই রোগাক্রান্ত ছিলেন ।


From 'Manoranjan Museum' blog
মনোরঞ্জন ভট্টাচার্য মহাশয়ের অষ্টমবর্ষীয়া কন্যা ।


From 'Manoranjan Museum' blog
'রামধনু' পত্রিকার প্রতিষ্ঠাতা তথা মনোরঞ্জন বাবু-র পিতা, সস্ত্রীক বিশ্বেশ্বর ভট্টাচার্য




From 'Manoranjan Museum' blog
দৌহিত্রের মৃত্যুসংবাদ সহ্য করতে পারেননি মনোরঞ্জন বাবু-র বৃদ্ধ মাতামহ



মনোরঞ্জন ভট্টাচার্যের অকাল মৃত্যুর পর প্রায় চার দশক ধরে 'রামধনু' সম্পাদনার দায়িত্ব পালন করেন সুলেখক অনুজ ক্ষিতীন্দ্রনারায়ণ

From 'Manoranjan Museum' blog
মনোরঞ্জন ভট্টাচার্য
From 'Manoranjan Museum' blog
ক্ষিতীন্দ্রনারায়ণ ভট্টাচার্য




[পত্রিকা-'পরিবার'-এর আরও কিছু চিত্রের জন্য দ্রষ্টব্য 'রামধনু'
'স্মৃতির পূজা' আলেখ্যর অন্তর্গত নিবন্ধগুলির জন্য দ্রষ্টব্য 'মনোরঞ্জন-স্মৃতি ১' ।]

4 comments:

  1. Who created this page? I'm Monoranjan's Bhattacharyya's grandson Udayan Bhattacharyya. I am really interested to find out more about this page.

    ReplyDelete
    Replies
    1. Udayan Babu,
      Thank you for visiting 'Manoranjan Museum'.
      With the help of several friends I have tried to create this blog as a humble tribute to our favourite author.
      We are honoured to have you with us.
      Saurabh Datta.

      Delete
  2. বিশ্বেশর ভট্টাচার্যর সম্বন্ধে আরো খানিক তথ্য পেলে উপকৃত হতাম। ক্ষিতীন্দ্রনারায়ণ ভট্টাচার্যর লেখা থেকে জেনেছি উনি পুরোনো প্রাচীন পুঁথি পত্রের অনসন্ধানী গবেষক ছিলেন

    ReplyDelete
    Replies
    1. নমস্কার । 'মনোরঞ্জন মিউজিয়ম'-এ স্বাগত জানাই ।
      ইতিহাস, পুরাতত্ত্ব, প্রাচীন বাংলা সাহিত্য এবং লোকসাহিত্য ছিল বিশ্বেশ্বর ভট্টাচার্য (১২৭৬ - ১৩৬৩) মহাশয়ের গবেষণার বিষয় । 'গীতগোবিন্দম' অনুবাদের পাশাপাশি তিনি 'গোপীচন্দ্রের গান' গ্রন্থের সম্পাদনা করেন ।
      তাঁর সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে শ্রী পার্থ সেনগুপ্ত রচিত 'ছোটোদের মনোরঞ্জন ভট্টাচার্য ও তাঁর রামধনু পত্রিকা' (পুস্তক বিপণি, ২০১৬) বইটিতে ।

      Delete