Hukakashi Novel # 1 : 'Padmaraag'


হুকাকাশি-র প্রথম উপন্যাস ।। 'পদ্মরাগ'

== এই ব্লগে পোস্ট-করা রচনাংশ বা অলংকরণের কপিরাইট আমাদের নয় । ==
মনোরঞ্জন ভট্টাচার্য মহাশয়ের রচনার সঙ্গে সকলের পরিচয় ঘটানোর উদ্দেশ্যে এগুলি প্রদর্শিত হচ্ছে । কোনও ব্যবসায়িক স্বার্থে নয় ।


'রামধনু'-তে ধারাবাহিকভাবে প্রকাশিত, শ্রাবণ ১৩৩৫ থেকে মাঘ ১৩৩৬, মোট ১৭ টি কিস্তিতে ।
কার্ত্তিক ১৩৩৫ ও কার্ত্তিক ১৩৩৬ সংখ্যায় 'পদ্মরাগ'-এর কোন কিস্তি ছাপা হয়নি ।

'রামধনু', প্রথম বর্ষ, সপ্তম সংখ্যা ।
সম্পাদক বিশ্বেশ্বর ভট্টাচার্য-র জ্যেষ্ঠ পুত্র হাত দিলেন এক ধারাবাহিক রহস্য উপন্যাসে ।
ইতিপূর্বে অবশ্য তাঁর স্বনামে লেখা দুখানি গল্প ও খান চারেক নিবন্ধ বেরিয়েছে 'রামধনু'-তে ।
শ্রাবণ ১৩৩৫-'পদ্মরাগ' শুরু হলেও, হুকাকাশি চরিত্রটির আবির্ভাব তৃতীয় কিস্তিতে, আশ্বিন ১৩৩৫ সংখ্যায় ।

এই কাহিনির কিস্তি
# ১৪ থেকে সমান্তরালভাবে 
মনোরঞ্জন ভট্টাচার্য-'কষ্টি-পাথর' নামক ধারাবাহিক অনুবাদ-উপন্যাসও বেরতে থাকে 'রামধনু'-তে ।

'পদ্মরাগ'
-এর সঙ্গে প্রথম প্রকাশিত অলংকরণসমূহ প্রদর্শিত হচ্ছে 'নোঞ্জ মিজি'-এ ।
বিশেষভাবে উল্লিখিত না হলে এগুলির শিল্পী ফণীভূষণ গুপ্ত মহাশয় বলে ধরতে হবে ।

From 'Manoranjan Museum' Blog
'পদ্মরাগ', কিস্তি # , 'রামধনু', শ্রাবণ ১৩৩৫ ।
প্রথম কিস্তির প্রথম পৃষ্ঠা ।
প্রসঙ্গত 'পদ্মরাগ'-এর উপরে 'বাঙ্গালী পালোয়ান ভূপেশচন্দ্র'-ও সম্ভবত মনোরঞ্জন-রচিত । কারণ এতে উল্লিখিত 'বাঙ্গালী পালোয়ান' নিবন্ধটি ছিল তাঁরই ।
From 'Manoranjan Museum' Blog
'পদ্মরাগ' তথা কোনও হুকাকাশি গল্পের প্রথম অলংকরণ, কিস্তি # , 'রামধনু', ভাদ্র ১৩৩৫ ।


From 'Manoranjan Museum' Blog
From 'Manoranjan Museum' Blog
From 'Manoranjan Museum' Blog
গল্পে ও চিত্রে হুকাকাশি (ছদ্মবেশী)-র প্রথম আবির্ভাব, কিস্তি # , 'রামধনু', আশ্বিন ১৩৩৫ ।
From 'Manoranjan Museum' Blog
শিল্পী ।। অজ্ঞাত, সম্ভবত পূর্ণচন্দ্র চক্রবর্তী
From 'Manoranjan Museum' Blog
শিল্পী ।। অজ্ঞাত, সম্ভবত পূর্ণচন্দ্র চক্রবর্তী
From 'Manoranjan Museum' Blog
From 'Manoranjan Museum' Blog
From 'Manoranjan Museum' Blog
'পদ্মরাগ', কিস্তি # , 'রামধনু', মাঘ ১৩৩৫ ।
মাত্র একবারই 'পূর্বকথা' সংযোজিত হয় এই ধারাবাহিক উপন্যাসে ।
From 'Manoranjan Museum' Blog
শিল্পী ।। অজ্ঞাত ।
From 'Manoranjan Museum' Blog
শিল্পী ।। অজ্ঞাত ।
From 'Manoranjan Museum' Blog
From 'Manoranjan Museum' Blog
From 'Manoranjan Museum' Blog
From 'Manoranjan Museum' Blog
From 'Manoranjan Museum' Blog
From 'Manoranjan Museum' Blog
From 'Manoranjan Museum' Blog
শিল্পী ।। অজ্ঞাত ।
From 'Manoranjan Museum' Blog
শিল্পী ।। অজ্ঞাত ।
From 'Manoranjan Museum' Blog
From 'Manoranjan Museum' Blog
From 'Manoranjan Museum' Blog
শিল্পী ।। অজ্ঞাত ।
From 'Manoranjan Museum' Blog
From 'Manoranjan Museum' Blog
একটি বিরল মুহূর্ত ।
স্রেফ বুদ্ধির প্যাঁচ নয়, স্বদেশীয় যুযুৎসু-র যুতসই প্যাঁচেও হুকাকাশি 'ঘাল' করতে সক্ষম ছিলেন প্রতিপক্ষ 'বাছা'কে ...
পদ্মরাগ', কিস্তি # ১৩, 'রামধনু', ভাদ্র ১৩৩৬ ।
From 'Manoranjan Museum' Blog
আগাথা ক্রিস্টি-পোয়ারো-সুলভ গুম্ফ সম্বলিত হুকাকাশি ।
'পদ্মরাগ', কিস্তি # ১৪, 'রামধনু', আশ্বিন ১৩৩৬ ।
শিল্পী ।। অজ্ঞাত ।
From 'Manoranjan Museum' Blog
'পদ্মরাগ' সহ অন্যান্য ধারাবাহিকের কোনও কিস্তি প্রকাশিত না হওয়ার বিজ্ঞপ্তি ।
'রামধনু', কার্ত্তিক ১৩৩৬ ।
From 'Manoranjan Museum' Blog
শিল্পী ।। অজ্ঞাত ।
From 'Manoranjan Museum' Blog
শিল্পী ।। অজ্ঞাত ।
From 'Manoranjan Museum' Blog
অলংকরণে 'ফ্ল্যাশব্যাক' রীতির অভিনব প্রয়োগ,
চলচ্চিত্রে তা ব্যবহৃত হওয়ার আগেই !

'পদ্মরাগ', কিস্তি # ১৬, 'রামধনু', পৌষ ১৩৩৬ ।
শিল্পী ।। অজ্ঞাত ।
From 'Manoranjan Museum' Blog
'পদ্মরাগ', কিস্তি # ১৭ [শেষ কিস্তি], 'রামধনু', মাঘ ১৩৩৬ [ বর্ষ ৩ সংখ্যা ১] ।
এই সংখ্যা থেকেই মনোরঞ্জন ভট্টাচার্য
'রামধনু' সম্পাদনার দায়িত্ব গ্রহণ করেন ।
From 'Manoranjan Museum' Blog
শিল্পী ।। অজ্ঞাত ।
From 'Manoranjan Museum' Blog
'পদ্মরাগ', কিস্তি # ১৭, 'রামধনু', মাঘ ১৩৩৬ [ বর্ষ ৩ সংখ্যা ১] ।
শেষ কিস্তির শেষ পৃষ্ঠা ।

2 comments:

  1. Replies
    1. Thank You so much Arnab !
      You are one of the contributors & enthusiasts who made it possible.

      Delete