হুকাকাশি-র প্রথম উপন্যাস ।। 'পদ্মরাগ'
== এই ব্লগে
পোস্ট-করা
রচনাংশ বা অলংকরণের কপিরাইট আমাদের নয় । ==
মনোরঞ্জন ভট্টাচার্য মহাশয়ের রচনার সঙ্গে সকলের
পরিচয় ঘটানোর উদ্দেশ্যে এগুলি প্রদর্শিত হচ্ছে । কোনও ব্যবসায়িক স্বার্থে নয় ।
'রামধনু'-তে ধারাবাহিকভাবে প্রকাশিত, শ্রাবণ ১৩৩৫ থেকে মাঘ ১৩৩৬, মোট ১৭ টি কিস্তিতে ।
কার্ত্তিক ১৩৩৫
ও কার্ত্তিক ১৩৩৬ সংখ্যায় 'পদ্মরাগ'-এর কোন কিস্তি ছাপা হয়নি ।
'রামধনু', প্রথম বর্ষ, সপ্তম সংখ্যা ।
সম্পাদক
বিশ্বেশ্বর ভট্টাচার্য-র জ্যেষ্ঠ পুত্র
হাত দিলেন এক ধারাবাহিক রহস্য উপন্যাসে ।
ইতিপূর্বে অবশ্য
তাঁর স্বনামে লেখা দুখানি গল্প ও খান চারেক নিবন্ধ বেরিয়েছে 'রামধনু'-তে ।
শ্রাবণ ১৩৩৫-এ 'পদ্মরাগ' শুরু হলেও, হুকাকাশি চরিত্রটির
আবির্ভাব তৃতীয় কিস্তিতে, আশ্বিন ১৩৩৫ সংখ্যায় ।
এই কাহিনির কিস্তি # ১৪ থেকে সমান্তরালভাবে
মনোরঞ্জন ভট্টাচার্য-র 'কষ্টি-পাথর' নামক ধারাবাহিক অনুবাদ-উপন্যাসও বেরতে থাকে 'রামধনু'-তে ।
'পদ্মরাগ'-এর সঙ্গে প্রথম প্রকাশিত অলংকরণসমূহ প্রদর্শিত হচ্ছে 'মনোরঞ্জন মিউজিয়ম'-এ ।
![]() |
'পদ্মরাগ', কিস্তি # ১,
'রামধনু', শ্রাবণ ১৩৩৫ । প্রথম কিস্তির প্রথম পৃষ্ঠা । প্রসঙ্গত 'পদ্মরাগ'-এর উপরে 'বাঙ্গালী পালোয়ান ভূপেশচন্দ্র'-ও সম্ভবত মনোরঞ্জন-রচিত । কারণ এতে উল্লিখিত 'বাঙ্গালী পালোয়ান' নিবন্ধটি ছিল তাঁরই । |
'পদ্মরাগ' তথা কোনও হুকাকাশি গল্পের প্রথম অলংকরণ, কিস্তি # ২, 'রামধনু', ভাদ্র ১৩৩৫ । |
গল্পে ও চিত্রে হুকাকাশি (ছদ্মবেশী)-র প্রথম আবির্ভাব, কিস্তি # ৩, 'রামধনু', আশ্বিন ১৩৩৫ । |
শিল্পী ।। অজ্ঞাত, সম্ভবত পূর্ণচন্দ্র চক্রবর্তী । |
শিল্পী ।। অজ্ঞাত, সম্ভবত পূর্ণচন্দ্র চক্রবর্তী । |
'পদ্মরাগ', কিস্তি # ৬,
'রামধনু', মাঘ ১৩৩৫ । মাত্র একবারই 'পূর্বকথা' সংযোজিত হয় এই ধারাবাহিক উপন্যাসে । |
শিল্পী ।। অজ্ঞাত । |
শিল্পী ।। অজ্ঞাত । |
শিল্পী ।। অজ্ঞাত । |
শিল্পী ।। অজ্ঞাত । |
শিল্পী ।। অজ্ঞাত । |
একটি
বিরল মুহূর্ত । স্রেফ বুদ্ধির প্যাঁচ নয়, স্বদেশীয় যুযুৎসু-র যুতসই প্যাঁচেও হুকাকাশি 'ঘাল' করতে সক্ষম ছিলেন প্রতিপক্ষ 'বাছা'কে ... পদ্মরাগ', কিস্তি # ১৩, 'রামধনু', ভাদ্র ১৩৩৬ । |
আগাথা
ক্রিস্টি-র পোয়ারো-সুলভ গুম্ফ সম্বলিত হুকাকাশি । 'পদ্মরাগ', কিস্তি # ১৪, 'রামধনু', আশ্বিন ১৩৩৬ । শিল্পী ।। অজ্ঞাত । |
'পদ্মরাগ' সহ অন্যান্য ধারাবাহিকের কোনও কিস্তি
প্রকাশিত না হওয়ার বিজ্ঞপ্তি । 'রামধনু', কার্ত্তিক ১৩৩৬ । |
শিল্পী ।। অজ্ঞাত । |
শিল্পী ।। অজ্ঞাত । |
অলংকরণে
'ফ্ল্যাশব্যাক' রীতির অভিনব প্রয়োগ, চলচ্চিত্রে তা ব্যবহৃত হওয়ার আগেই ! 'পদ্মরাগ', কিস্তি # ১৬, 'রামধনু', পৌষ ১৩৩৬ । শিল্পী ।। অজ্ঞাত । |
'পদ্মরাগ', কিস্তি # ১৭ [শেষ
কিস্তি], 'রামধনু', মাঘ ১৩৩৬ [ বর্ষ ৩
সংখ্যা ১] । এই সংখ্যা থেকেই মনোরঞ্জন ভট্টাচার্য 'রামধনু' সম্পাদনার দায়িত্ব গ্রহণ করেন । |
শিল্পী ।। অজ্ঞাত । |
'পদ্মরাগ', কিস্তি # ১৭,
'রামধনু', মাঘ ১৩৩৬ [ বর্ষ ৩ সংখ্যা ১] । শেষ কিস্তির শেষ পৃষ্ঠা । |
Excellent archive
ReplyDeleteThank You so much Arnab !
DeleteYou are one of the contributors & enthusiasts who made it possible.